সফল উদ্যোক্তা হতে চাইলে মাছ চাষ করুন, সাফল্য ধরা দেবে
বর্তমান সময়ে দেশে মাছের চাহিদা অনুযায়ী যোগান পর্যাপ্ত নয়। মানুষের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না উৎপাদন। আগের মতো নদী বা খালেও তেমন মাছ মেলে না। এছাড়া বাণিজ্যিকভাবে মাছ চাষে বিনিয়োগ ও সঠিক পরামর্শ এবং পরিকল্পনার অভাবে অনেকেই সাহস করতে পারেন না। এছাড়া দৈনন্দিন পুষ্টি চাহিদার অন্যতম উপাদান হওয়ায় মানুষের খাবার প্লেটে মাছ অন্যতম একটি আইটেম। অপরদিকে দেশে চাহিদার বিপরীতে যোগান কম থাকায় মাছের দাম বেশ ঊর্ধ্বমুখী। তাই পরিকল্পনা অনুযায়ী সঠিক পদ্ধতি জেনে মাছ চাষ বেশ লাভজনক উদ্যোগ হতে পারে আপনার জন্য। তবে বাণিজ্যিকভাবে মাছচাষ শুরু করার আগে যাবতীয় পরামর্শগুলো জেনে নিতে হবে। স্টেপ-১ জেলা অথবা উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করবেন। এছাড়া আশেপাশের অভিজ্ঞ ও পুরাতন মাছচাষিদের নিকট কাছে থেকে পরামর্শ গ্রহণ করবেন। একইসঙ্গে বাণিজ্যিকভাবে মাছচাষের বিভিন্ন খামার পরিদর্শন করে ভালো ধারণা নিতে হবে। প্রয়োজনে সেগুলো নোট রাখবেন। স্টেপ-২ মৎস্য অধিদপ্তরের ওয়েব পোর্টাল থেকে মৎস্য চাষের পরামর্শ থেকে বিভিন্ন জাতের মাছ চাষের পরামর্শ ও রোগবালাই সনাক্তকরণ বিষয়ে প্রাথমিক জ্ঞান নিয়ে ন...