রাইড শেয়ারিং করে সহজে আয় করুন
বর্তমানে বাংলাদেশে রাইড শেয়ারিং সার্ভিস যোগাযোগ ব্যবস্থায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। আপনার যদি মোটরসাইকেল বা প্রাইভেটকার থাকে তাহলে খুব সহজে রাইড শেয়ারিং করে ভালো আয় করতে পারবেন। সুবিধামতো সময়ে রাইড শেয়ার করতে পারছেন; যে কারণে অনেকেই এটি পেশা হিসেবে বেছে নিচ্ছেন। আসুন জেনে নেই রাইড শেয়ারিং করে আয় করার আদ্যোপান্ত। রাইড শেয়ারিং: সহজ কথায় রাইড শেয়ারিং হলো চলার পথে আপনার খালি গাড়িতে কাউকে নিয়ে গেলেন, এতে তারও সুবিধা হলো আপনিও কিছু টাকা পেলেন। এমন ধারণা থেকেই রাইড শেয়ারিংয়ের যাত্রা শুরু হয়। বিভিন্ন স্টার্টআপ কোম্পানি অ্যাপের মাধ্যমে এ প্রক্রিয়া পরিচালনা করে। এখানে স্মার্টফোনে নির্দিষ্ট রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে হায়ার রিকোয়েস্ট পাঠানো হয় এবং ওই পথে যাতায়াতকারী রাইডার ওই রিকোয়েস্ট গ্রহণ করলে রাইড শেয়ারিং প্রক্রিয়া শুরু হয়। এতে প্রক্রিয়াটি পরিচালনা করে স্টার্টআপ কোম্পানি রাইডার থেকে কমিশন নেয়। রাইডার সরাসরি যাত্রী থেকে ভাড়া গ্রহণ করে। বর্তমানে ডিজিটাল ব্যাংকিং মাধ্যমেও যাত্রী ভাড়া পরিশোধ করে। এ ক্ষেত্রে রাইড শেয়ারিং কোম্পানি পেমেন্ট নিয়ে রাইডারকে পরিশোধ করে দেয়। ভাড়ায় ...