promotion

সেরা দশটি ছোট ব্যবসার ধারণা, অল্প পুঁজিতে ধরা দেবে সাফল্য

আপনি যদি অল্প পুঁজিতে কিছু করতে চান তবে ছোট ব্যবসার ধারণা আপনার জন্য। এটি হবে আপনার জন্য সবচেয়ে লাভজনক। সামনে হাজারো ব্যবসার ধারণা আসবে তবে আপনি যদি নতুন হন; তাহলে আপনাকে অবশ্যই ছোট ব্যবসা দিয়ে শুরু করতে হবে। এখানে আপনি সেরা দশটি ছোট ব্যবসার ধারণা পাবেন; আশা করা যাচ্ছে এ ধারণাগুলো আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে।

সেরা দশটি ছোট ব্যবসার ধারণা

১। কাপড়ের ব্যবসা

মানব সভ্যতা যতদিন থাকবে কাপড়ের চাহিদা ততদিন থাকবে। এছাড়া বর্তমান সময়ে কাপড়ের দোকান বা ফ্যাশন হাউস খুব স্থিতিশীল ও লাভজনক একটি ব্যবসা। আপনি যদি ফ্যাশন হাউজ শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই পুর্ব পরিকল্পনা করতে হবে।

এ পরিকল্পনাই আপনাকে সহজেই ব্যবসা বৃদ্ধি ও লাভজনক করতে সহায়তা করবে। প্রথমে আপনাকে ব্যবসার পরিস্থিতি নিয়ে ছোট গবেষণা করতে; প্রথমত দোকানের অবস্থান। কেননা একটি ভাল জায়গা আপনাকে স্থায়ী ও বেশি আয়ে সাহায্য করবে। দ্বিতীয়ত আপনার শপের অনলাইন থাকতে হবে, এতে কম খরচে অধিক বিক্রি ও ব্যবসার পরিধি বৃদ্ধি পাবে।

২। খেলনার দোকান

খেলনার দোকান একটি সম্ভাবনাময় বাজার। আপনি খেলনার দোকান দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। শিশুদের খেলনা অধিকাংশই চীন থেকে আসে। দামও খুব বেশি নয়। অল্প পুঁজিতে ছোট পরিসরে শুরু করতে পারেন। পরবর্তীতে এটি বড় করতে পারবেন।

এ ব্যবসাটি শুরু করার আগে আপনাকে বাজার থেকে সম্ভাব্য পাইকারি দামের হিসেবটি জেনে নিতে হবে। এছাড়া পজিশন ও বাজার নিয়ে গবেষণা করে নেবেন; এখানে প্রফিট মার্জিন বেশি থাকে।

৩। শিশু ও মায়ের পণ্য

বর্তমান বাজারে শিশু ও মায়ের পণের বেশ চাহিদা রয়েছে। দিন দিন মানুষ যত বেশি সচেতন হবে এ পণ্যের চাহিদা ততোই বৃদ্ধি পাবে তবে এটি অত্যন্ত সংবেদনশীল। এই ব্যবসাটি শুরু করার পূর্বে, আপনাকে অবশ্যই এর লোকেশন নির্ধারণ করতে হবে। এর জন্য আপনাকে আবাসিক ও হাসপাতাল এলাকা নির্বাচন করতে হবে। এই ধরনের ব্যবসা শুরু করতে এটি আপনার জন্য উপযুক্ত স্থান। তবে এই ব্যবসা শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই ছোট করে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

৪। স্টেশনারি দোকান

এ ব্যবসাটি অনেক আশ্চর্যজনক। এটি ছোট ও লাভজনক ব্যবসা। আপনি যদি খুব কম বিনিয়োগ করে আপনার ব্যবসা শুরু করতে চান তাহলে এ ব্যবসাটি বেছে নিতে পারেন। আপনি এটি স্থানীয় এলাকায় শুরু করতে পারেন। তবে একটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এলাকায় হলে খুব ভালো। তবে আবাসিক এলাকাতেও স্টেশনারি দোকান ভালো লাভজনক।

৫। ফাস্ট ফুড ব্যবসা

যে কোনো দেশে তরুণ প্রজন্মের নিকট এটি জনপ্রিয় ব্যবসায়িক ধারণা। সবাই খেতে ভালোবাসে এটিই আপনার সবচেয়ে বড় পুঁজি। এবার আপনি নেমে পড়তে পারেন। তবে এ ব্যবসায় আপনাকে খাবারের ম্যানু ও স্বাদ বিষয়ে যত্নশীল হতে হবে। রুচিসম্মত খাবার তৈরিতে একজন ভালো রাঁধুনি বড় ভূমিকা পালণ করে। আপনি অল্প পুঁজিতে ফুটপাত থেকেও এ ব্যবসা শুরু করতে পারেন।

বর্তমান সময়ে ফুডপান্ডা (foodpanda.com) ও পাঠাও ফুডসহ বেশ কিছু অনলাইন ফুড ডেলিভারি সিস্টেম এ ব্যবসাটিকে অধিক লাভজনক করে দিয়েছে। আপনি যদি ভাল স্বাদের খাবার ও ভালো সেবা দেন তবে আপনি সহজেই এই ব্যবসায় সফল হতে পারবেন।

৬। কসমেটিক ব্যবসা

প্রতিটি মেয়ের জন্যই যে কোনো প্রসাধনী প্রয়োজন। অল্প সময়ে এ ব্যবসা শুরু ও বৃদ্ধি করতে পারেন। তবে এ ব্যবসায় আপনার কথা বলা ও আচরণ অবশ্যই ভালো হতে হবে।বর্তমান সময়ে এ ব্যবসার সম্ভাবনাময় খাত অনলাইন। এ মাধ্যমে ওয়েবসাইট কিংবা সামাজিক পেজে প্রচারণা চালিয়ে অল্প পুঁজিতে ভালো ব্যবসা সম্ভব। এছাড়া বিভিন্ন ই-কমার্স প্লাটফর্মে সেলার একাউন্ট খুলে খুব সহজে বাসায় বসে ব্যবসা পরিচালনা করতে পারেন।

৭। কফি শপ

কফি শপে অল্প পুঁজিতে অধিক লাভ করা সম্ভব। এ ব্যবসায় আইটেম প্রতি অর্ধেক মুনাফা থাকে। ছোট একটি কফি মেশিন কিনে নিন। অথবা আপনার ছোট কোনো দোকান থাকলে কফি মেশিন কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করুন, তারাই আপনাকে কিস্তিতে মেশিন দিয়ে যাবে এবং সকল কিছু সেটাপ করে দেবে। এতে আপনি নূনতম পুঁজিতে অধিক লাভ করতে পারেন। তবে এ ক্ষেত্রে আপনাকে এলাকা নির্বাচনে সতর্ক হতে হবে।

আপনি একটি জনবহুল এলাকায় খুব কম সময়ে অধিক সেল করতে পাড়বেন। সহজেই দীর্ঘ সময় এ ব্যবসা চালাতে পারেন। আপনাকে অবশ্যই অবস্থান নিখুঁতভাবে বেছে নিতে হবে।

৮। আইসক্রিম ব্যবসা

দিন দিন মানুষের মাঝে খাবার নিয়ে সৌখিনতা চলে আসছে। মানুষ এখন বিভিন্ন নামী-দামি আইসক্রিম খেতে ভালোবাসে। পশ্চিমা সংস্কৃতি বাংলায় কিছুটা প্রভাব ফেলেছে। আপনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এবং আবাসিক এলাকা বেছে নিতে পারেন। অল্প পুঁজি হলে আপনি বিভিন্ন কোম্পানির আইসক্রিম ভ্যান নিয়েও শুরু করতে পারেন। শীতের মৌসুমেও ব্যবসা থেকে সহজেই লাভ করা যায়। তাই নিশ্চিন্তে শুরু করতে পারেন।

৯। ফটোগ্রাফি

আপনার যদি ফটোগ্রাফিতে আগ্রহ থাকে তবে আপনার জন্য ফটোগ্রাফিতে দারুণ সম্ভাবনা রয়েছে। আপনি যদি কষ্ট করে একটি দামি ডিএসএলআর ক্যামেরা কিনে নিতে পারেন; তবে আপনার জন্য সম্ভাবনার দুয়ার অনেক প্রসস্ত। আপনি অনলাইনে নিজের ব্যবসার একটি প্লাটফর্ম খুলে; শুরু করতে পারেন এ ব্যবসা।

তবে এক্ষত্রে আপনাকে ফটোগ্রাফির ওপর একটি প্রশিক্ষণ নিতে হবে। এজন্য ইউটিউব কিংবা সিনিয়র ফটোগ্রাফার কোনো ভাই হতে পারে আপনার শিক্ষক। এরপর থেকেই প্রফেশনাল কাজে নেমে যেতে পারেন।

  • ওয়েডিং ফটোগ্রাফি
  • ফ্রিল্যান্স ফটোগ্রাফি
  • সংবাদপত্রে ফটোগ্রাফি

এছাড়া আপনি ফ্রিপিকসহ (freepik.com) অন্যান্য মাধ্যমে ছবি দিয়ে আয় করতে পারেন। 

১০। মুঠোফোন সার্ভিসিং ব্যবসা

বর্তমান সময়ে মুঠোফোন সার্ভিসিং ব্যবসা স্বল্প পুঁজিতে অধিক লাভজনক। তবে এ ব্যবসায় আপনার আসল মূলধন হলো ভালো প্রশিক্ষণ। আপনি যদি এ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন তবে; আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না।

আপনি যদি কম খরচে আপনার নিজের ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনি এই মুঠোফোন মেরামতের ব্যবসা বেছে নিতে পারেন। এছাড়া কয়েক মাসের প্রশিক্ষণের পর আপনি সহজেই এই ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসায়, আপনি আপনার ব্যবসা এলাকার জন্য যে কোনো অবস্থান নির্বাচন করতে পারেন।

এদিকে আপনি সহজেই অনলাইন শপ কিংবা ডিজিটাল মার্কেটপ্লেসে আপনার এ সেবা প্রদান করতে পারেন। এই ব্যবসাটি শুরু করার পূর্বে আপনার দুর্বলতাগুলো আগে খুঁজে বের করতে হবে।

আরো পড়ুন: 

 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Advertise

Advertise
Attar - Chocolate Fragrance Perfume | Daraz | Buy Now

promotional

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনলাইনে ক্যাপচা এন্ট্রি করে আয় করুন, সেরা ১০টি জব সাইট

নার্সারি ব্যবসার আদ্যোপান্ত, ঝুঁকি কম লাভ বেশি

অনলাইনে অডিও শুনে টাকা আয় করুন, যেভাবে হবেন ট্রান্সক্রিপশনবিদ

Promotional