অনলাইনে অডিও শুনে টাকা আয় করুন, যেভাবে হবেন ট্রান্সক্রিপশনবিদ
অনলাইনে অডিও শুনে তা ট্রান্সক্রিপশন (প্রতিলিপি) করে টাকা আয় করুন। আপনার অতিরিক্ত সময়ে ঘরে বসে অনলাইনে এ অর্থ আয় করতে পাড়েন। ট্রান্সক্রিপশনবিদ হতে গেলে আপনার বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হবে না। তবে ভাষা ও টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে।
ট্রান্সক্রিপশনের (Transcription) কাজগুলো তিন ভাগে বিভক্ত করা হয়েছে;
১। চিকিৎসা
২। আইনি
৩। সাধারণ প্রতিলিপি
চিকিৎসা ও আইন বিষয়ে প্রতিলিপি করতে আপনার অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান
ও পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে। তবে সাধারণ ট্রান্সক্রিপশনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার
প্রয়োজন হবে না। এখানে আমরা সাধারণ ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করবো।
ট্রান্সক্রিপশন (Transcription) কি?
ট্রান্সক্রিপশন (প্রতিলিপি) হলো অডিও বা ভিডিও ফাইল থেকে লিখিত নথিতে রূপান্তরের
একটি পদ্ধতি। বিশ্বের অধিকাংশ সময় বিভিন্ন কোম্পানি তাদের বড় অডিও ফাইলের প্রতিলিপি
তৈরি করতে ট্রান্সক্রিপশনবিদ নিয়োগ করে। এতে তাদের অনেক অর্থ ও সময়ের সাশ্রয় হয়।
ট্রান্সক্রিপশনবিদ হতে যে দক্ষতা প্রয়োজন:
একজন ট্রান্সক্রিপশনবিদ হতে গেলে আপনার অবশ্যই ভাষা ও টাইপিং বিষয়ে দক্ষতা
থাকতে হবে। অনলাইনে যে কোম্পানিগুলো ট্রান্সক্রাইবার নিয়োগ দেয় তারা দক্ষতা মূল্যায়নে
কিছু টেস্ট (পরীক্ষা) নিয়ে থাকে। তবে ভাষা ও টাইপিংয়ে দক্ষতা থাকলে আপনার চিন্তার কিছু
নেই।
সাধারণ ট্রান্সক্রিপশনের কাজগুলো অডিও ও ভিজ্যুয়াল সাক্ষাত্কার, মিটিং
কিংবা বক্তৃতার প্রতিলিপি লিখতে হয়।
ট্রান্সক্রিপশন জব থেকে আপনি কত আয় করতে পারেন:
অধিকাংশ ট্রান্সক্রিপশন জব দেওয়া কোম্পানিগুলো অডিও মিনিট বা ঘন্টার ভিত্তিতে
অর্থ প্রদান করে।তবে কোম্পানি ভেদে পেমেন্ট হার কম বেশি হতে পারে। এছাড়া কিছু কিছু
ক্ষেত্রে অভিজ্ঞ ট্রান্সক্রাইবারদের নতুনদের চেয়ে বেশি পেমেন্ট করে থাকে।
যেমন; কিছু কোম্পানি ঘণ্টা প্রতি অডিওর জন্য ২৫ ডলার ($25) রেট নির্ধারণ
করে দেয়। আপনার পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত কাজ করে আপনি ঘণ্টা ৫০ ডলার ($50) আয়
করতে পারেন। তবে মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ট্রান্সক্রিপশনবিদরা
গড়ে প্রতি ঘন্টায় ১০ ডলার ($10) থেকে ২০ ডলার ($20) পর্যন্ত আয় করেন।
অনলাইনে ট্রান্সক্রিপশনবিদ হতে কার্যকরী পাঁচ পদক্ষেপ:
১। ক্ষেত্র বাছাই করুন
মেডিকেল, আইনি ও সাধারণ এ তিন ক্ষেত্রে ট্রান্সক্রিপশনে চাহিদা বেশি। আপনি
যদি নতুন হন তাহলে সাধারণ ট্রান্সক্রিপশনের কাজগুলো দিয়ে শুরু করুন। এ ক্ষেত্রে কাজ
পাওয়া সহজ। এতে বক্তব্য, কনফারেন্স কল, পডকাস্ট, ওয়েবিনারের অডিও প্রতিলিপি করার
কাজ থাকবে।
অপরদিকে চিকিৎসা ও আইনি ট্রান্সক্রিপশন কাজ করতে বিশেষ প্রশিক্ষণ ও জ্ঞান
দরকার হয়। এছাড়া কিছু ক্ষেত্রে সার্টিফিকেট ও রাষ্ট্রীয় লাইসেন্সও দরকার হয়। একই সঙ্গে
আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে জটিল শব্দার্থগুলোতে পারদর্শী হতে হবে। তবে সাধারণ ট্রান্সক্রিপশন
কাজের তুলনায় এ দুই ক্ষেত্রে কোম্পানিগুলো অনেক বেশি পেমেন্ট করে।
২। দক্ষতা অর্জন
কোম্পানিগুলো টাইপিং দক্ষতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। দ্রুত ও নির্ভুল টাইপিং এ কাজে আপনাকে এগিয়ে রাখবে। এছাড়া শুনার দক্ষতা বাড়াতে হবে। ভাষাগত জ্ঞানের ক্ষেত্রে ইংরেজিতে দক্ষতা বেশি থাকতে হবে।
৩। প্রয়োনীয় সরঞ্জাম
আপনার কাছে দ্রুত ইন্টারনেটসহ একটি আপডেটেড কম্পিউটার থাকতে হবে। এছাড়া
ভালো মানের একটি হেডফোন নিতে হবে। এর সঙ্গে প্রয়োজন হবে ট্রান্সক্রিপশন সফ্টওয়্যার।
অধিকাংশ কোম্পানি কাজের জন্য তাদের নিজস্ব ট্রান্সক্রিপশন সফ্টওয়্যার দিয়ে থাকে। তবে
ট্রান্সক্রাইবারের নিজস্ব ট্রান্সক্রিপশন সফ্টওয়্যার থাকা ভালো। এ ক্ষেত্রে এক্সপ্রেস
স্ক্রাইব (Express Scribe) থেকে এ সফটওয়্যার
বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
৪। প্রশিক্ষণ ও সার্টিফিকেশন
সাধারণ ট্রান্সক্রিপশনের কাজ করতে কোনো সার্টিফিকেট বা ডিগ্রির দরকার হয়
না। তবে মেডিকেল ও আইনি ট্রান্সক্রিপশনে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা ও সার্টিফিকেশন থাকতে
হবে। তবে চিন্তার কোনো কারণ নেই অনেক কলেজ ও ইনস্টিটিউট আছে যারা এ বিষয়ে প্রশিক্ষণ
দেয়। এছাড়া একটি কোর্সও সম্পন্ন করা যায়।
আপনি যদি ঘরে বসে অনলাইনে এ বিষয়ে প্রশিক্ষণ নিতে চান, তাহলে ট্রান্সক্রাইব
(Transcribe) এ কোর্স করতে পারেন।
যারা সাধারণ ট্রান্সক্রিপশন শিখতে আগ্রহী তাদের জন্য তারা একটি ছোট কোর্স করার সুযোগ
দেয়।
এছাড়া মেডিকেল ট্রান্সক্রিপশনে অ্যাসোসিয়েশন ফর হেলথকেয়ার ডকুমেন্টেশন
ইন্টিগ্রিটি (Association for Healthcare Documentation Integrity) হেলথকেয়ার ডকুমেন্টেশন
স্পেশালিস্ট (ealthcare Documentation Specialist - RHDS) ও সার্টিফাইড হেলথকেয়ার
ডকুমেন্টেশন স্পেশালিস্ট (Certified Healthcare Documentation Specialist- CHDS) এর
মতো রেজিস্টার্ড প্রোগ্রামের মাধ্যমে মেডিকেল ট্রান্সক্রিপশনিস্টদের সার্টিফিকেশনের
সুযোগ দেয়।
একইসঙ্গে আইনি ট্রান্সক্রিপশন কাজে সার্টিফিকেশন নেওয়ার জন্য ন্যাশনাল কোর্ট
রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (National Court
Reporters Association) স্বীকৃত ওয়েবসাইটে যেতে পারেন। সেখান থেকে নিবন্ধিত পেশাদার
রিপোর্টার (Registered Professional Reporter - RPR) হিসাবে সার্টিফিকেশন নিতে পারেন।
ট্রান্সক্রিপশন জব যেখানে পাবেন:
অনলাইন ট্রান্সক্রিপশন জব মার্কেটে অনেক প্রতারক কোম্পানি কেলেঙ্কারিতে
জড়িয়েছে। প্রতারকরা অস্বাভাবিক বেশি আয়ের প্রলোভন দেখিয়ে প্রার্থীদের প্রলুব্ধ করে।
এ জন্য শুরুতেই পরামর্শ থাকবে; রেজিস্ট্রেশন ফি দিতে হয় এমন কোনো কোম্পানিতে অ্যাকাউন্ট
খুলবেন না। আমাদের অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে রিয়েল ও সেরা ট্রান্সক্রিপশন জব কোম্পানির
নাম সুপারিশ করা হচ্ছে, যাদের রেকর্ড ভালো এবং অর্থ প্রদান করে।
ট্রান্সক্রাইব মি (TranscribeMe)
ট্রান্সক্রাইব মি (TranscribeMe) একটি বৈধ ও জনপ্রিয় ট্রান্সক্রিপশন কাজ
দেওয়া কোম্পানি। এখানে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। পরে তাদের পরিচালনা করা একটি
ট্রান্সক্রিপশন বিষয়ে কোর্সে অংশ নিতে হবে। কোর্স শেষ হলে আপনাকে একটি সংক্ষিপ্ত পরীক্ষা
দিতে হবে। এতে সফল প্রার্থীরা ট্রান্সক্রিপশন জবের সুযোগ পাবেন।
এ কোম্পানিতে অডিও ঘন্টা প্রতি ১৫ ডলার ($15) পেপালের (PayPal) মাধ্যমে
প্রতি সপ্তাহে পেমেন্ট করে।
এছাড়া আরো কিছু জনপ্রিয় ট্রান্সক্রিপশন কোম্পানি রয়েছে;
১। বাবল টাইপ (BabbleType)
২। স্ক্রাইবকেয়ার (ScribeCare)
৩।কুইকটেট (Quicktate)
৪। এএসসি সার্ভিস (ASC Services)
৫। স্পিক রাইট (SpeakWrite)
আপনি যাই করেন না কেন; আপনাকে অবশ্যই ওই কাজে পর্যাপ্ত প্রশিক্ষিত ও দক্ষ
হতে হবে। আমেরিকায় একজন মেডিকেল ট্রান্সক্রাইবার এক বছরে প্রায় ৪০ হাজার ডলার ($40,000)
আয় করেন। তাই আপনি যত বেশি অভিজ্ঞ হবেন আপনার আয় ততই বেড়বে। কারণ অধিকাংশ কোম্পানি
দক্ষ ও পেশাদার ট্রান্সক্রাইবার খুঁজে।






মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন