যেভাবে এসইও (SEO) কনসাল্টিং ব্যবসা শুরু করবেন
এসইও (SEO) হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization)।এর মাধ্যমে ভার্চুয়াল জগতে ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো হয়।কেউ ওয়েবে পণ্য কিংবা সেবা খুঁজেন তখন তারা সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। বর্তমানে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের মধ্যে রয়েছে; গুগল ( Google ) বিং ( Bing ) ইয়াহু ( Yahoo ) যেসব ওয়েবসাইট সার্চ ইঞ্জিনগুলোর প্রথম কয়েক পৃষ্ঠার ফলাফলে দেখা যায় সেগুলোই বেশি দর্শক আকর্ষণ করে। মূলত এখানে এসইও পরামর্শ (কনসাল্টিং) ব্যবসার সুযোগ। এ কাজে ক্লায়েন্টদের ওয়েবসাইট বিশ্লেষণ ও তাদের সাইট র্যাঙ্ক পেতে কী করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এসইও কনসাল্টিং ব্যবসা ১। কৌশল শিখুন এসইও পরামর্শ সেবাদাতা হিসেবে ক্লায়েন্টদের ওয়েবসাইট বিশ্লেষণ ও সাইটগুলো সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করাতে কী করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ দেওয়া। আপনি যদি ওয়েবসাইট তৈরি ও এসইও বিশেষজ্ঞ না হয়ে থাকেন তাহলে ব্যবসা শুরু করার আগে এ বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করুন। এ জন্য বেশ কিছু প্রশিক্ষণ কোর্স করতে পারেন। এছাড়া আপনার এ ব্যবসায় কাজ করার জন্য এসইও বিশেষজ্ঞদের নিয়োগ দিতে পারেন। তবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ...