শহরাঞ্চলে নার্সারি ব্যবসা বেশ লাভজনক। এখানে অল্প পুজিতেই ভালো মুনাফা আয় করা সম্ভব। এর জন্য আপনাকে ভালো এরিয়া নির্বাচন ও পূর্ব পরিকল্পনা সাজাতে হবে। একটি মাঝারি মানের নার্সারি দিয়ে মাসে অন্তত ৫০ হাজার টাকা আয় করা সম্ভব। আসুন জেনে নেই নার্সারি ব্যবসার আদ্যোপান্ত। নার্সারি ব্যবসা কী: একটি স্থানে যখন পরিকল্পিত পরিচর্যায় চারাগাছ উৎপাদন ও বেরে উঠে তাকেই মূলত নার্সারি বলা হয়। বর্তমানে কৃষির আধুনিকায়ন ও বাণিজ্যিকভাবে কৃষি বাগান বৃদ্ধির ফলে দিন দিন নার্সারির চাহিদা বাড়ছে। এছাড়া বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় আধুনিক কৃষিতে জোর দিচ্ছে প্রতিটি দেশ। এমন বাস্তবতায় নার্সারি ব্যবসা অত্যন্ত লাভজনক। এখানে তুলনামূলক প্রাথমিক বিনিয়োগ কম থাকায়, ঝুঁকিও কম। পূর্ব পরিকল্পনা: নার্সারি ব্যবসায় নামতে হলে আপনাকে অবশ্যই একটি পূর্ব পরিকল্পনা সাজাতে হবে। এছাড়া পরিকল্পনার একটি খসড়া করতে হবে। যেখানে বাজেট অনুযায়ী ব্যবসা শুরু থেকে প্রথম ছয় মাস কীভাবে চলবে তার একটি গ্রাফ তৈরি করতে হবে। কোনোরকম নার্সারি করলে করাই যায়; তবে এখান থেকে সফল ও ভালো মুনাফা করতে চাইলে আপনাকে পূর্ব পরিকল্পনা করে এগোতে হবে।...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন