ফেসবুক থেকে আয় করুন ৯ উপায়ে
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বর্তমান সময়ে জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোর মধ্যে অন্যতম ফেসবুক। কিন্তু অনেকেই জানেন না ফেসবুক থেকে আয় করা সম্ভব। এছাড়া কীভাবে আয় করা যায় এ পদ্ধতিও অনেকের অজানা। ফেসবুক থেকে আয়ের একাধিক উপায় রয়েছে। ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকেও আয় করা যায়। চলুন ফেসবুক থেকে আয়ের ৯টি কার্যকর উপায় জেনে নেই।
সরাসরি ফেসবুক পেজ থেকে আয়:
ফেসবুক পেজ থেকে আয় করার একাধিক উপায়
রয়েছে। এ জন্য গোছানো ও পর্যাপ্ত এক্টিভ ফলোয়ার থাকতে হবে। ভিডিও কন্টেন্ট তৈরি
করে ইউটিউবের মতো ফেসবুকেও
আয় করা যায়। এর আগে আপনার পেজে মনিটাইজেশন নিতে হবে। মনিটাইজেশন
পেলে আপনার পেজের ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে। এর বিনিময়ে আপনাকে পেমেন্ট করবে
ফেসবুক।
- তবে ফেসবুক পেজে মনিটাইজেশন পেতে হলে বেশ কিছু শর্ত রয়েছে;
- পেজে অন্তত ১০ হাজার লাইক থাকতে হবে।
- সর্বশেষ দুই মাসের মধ্যে ভিডিওতে অন্তত ৬ লাখ ভিউ থাকতে হবে।
- পেজে অন্তত পাঁচটি ভিডিও থাকতে হবে।
- প্রতিটি ভিডিও তিন মিনিটের বেশি হতে হবে।
ফেসবুক মার্কেটপ্লেস:
ফেসবুককে বর্তমানে একটি
স্বয়ংসম্পূর্ণ মার্কেটপ্লেস অপশন রয়েছে। সেখানে প্রচারের মাধ্যমে যে কোনো ছোট-বড়
ব্যবসা শুরু করতে পারেন। আপনার পণ্য ভালো হলে এবং ক্রেতার বিশ্বাসযোগ্যতা পেলে ফেসবুক মার্কেটপ্লেসই হতে পারে
আপনার ব্যবসায় ভালো মুনাফার মাধ্যম।
অ্যাফিলিয়েট মার্কেটিং:
অ্যাফিলিয়েট মার্কেটিং হলো ক্রেতা-বিক্রেতার
মধ্যে তৃতীয়জন। আপনার মাধ্যমে যদি কোনো ক্রেতা কোনো পণ্য কেনে তাহলে আপনি
বিক্রেতার কাছ থেকে কমিশন পাবেন। ফেসবুক অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য
সম্ভাবনাময় ক্ষেত্র। অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইনে আয় করার সবচেয়ে আলোচিত
ইস্যু। কম পরিশ্রম করে ভালো আয়ের ফলে অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং বেছে নিচ্ছেন।
এ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে আপনার ফেসবুকে রেফারেল লিঙ্ক প্রচার করুন। রেফারেল লিঙ্ক থেকে যত বিক্রি হবে আপনার তত আয় হবে।
ফেসবুক গ্রুপ থেকে আয়:
ফেসবুক গ্রুপ দিয়ে আপনি আয় করতে
পারেন। এখানে আয়ের ক্ষেত্রে আপনার প্রয়োজন একটি ফেসবুক গ্রুপ; যেখানে মেম্বারদের নিয়মিত পোস্ট ও
এনগেজমেন্ট আছে। গ্রুপে টাকার বিনিময়ে বিজ্ঞাপন দিয়ে আয় করা যায়। এটা বর্তমান
সময়ে সাধারণ বিষয়। এছাড়া আপনার নিজের পণ্য বিক্রিতে ফেসবুক গ্রুপ ব্যবহার করে
বিক্রি বাড়াতে পারেন।
মার্কেটিং ম্যানেজার:
বর্তমানে ফেসবুকে বিভিন্ন ব্যক্তি ও
প্রতিষ্ঠান মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করে। এ কাজে যোগ্য মার্কেটিং ম্যানেজার
প্রয়োজন হয়। ফেসবুক মার্কেটিংয়ে আপনার ভালো অভিজ্ঞতা ও জ্ঞান থাকলে বিভিন্ন পেজের
মার্কেটিং বিভাগে কাজ নিতে পারেন।
ইনস্ট্যান্ট আর্টিকেল:
আপনার যদি কোনো কন্টেন্ট নির্ভর ওয়েব সাইট
চালান সে সেক্ষেত্রে আপনার কন্টেন্ট ফেসবুক পেজের ইনস্ট্যান্ট আর্টিকেল দিয়ে মনিটাইজ
করে নিতে পারেন। সেখানে বিজ্ঞাপন দিয়ে ফেসবুক আপনাকে পেমেন্ট করবে। ইনস্ট্যান্ট
আর্টিকেল থেকে ভালো রেটে পেমেন্ট দেয় ফেসবুক। এ ক্ষেত্রে আপনার একটি ভালো ফলোয়ারসহ
পেজ দরকার। পেজ থেকে ইনস্ট্যান্ট আর্টিকেল অপশনে গিয়ে সাইট লিঙ্ক করতে হবে। প্রতিমাসে
বিজ্ঞাপনের অর্থ ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে থাকে।
গ্রুপ থেকে জব:
আপনি যদি কোনো কাজে অভিজ্ঞ হয়ে থাকেন।
তাহলে সংশ্লিষ্ট গ্রুপে আপনার দক্ষতা তুলে ধরে কাজ পেতে পারেন। যেমন; টিউশনির
গ্রুপ থেকে টিউশন পাওয়া। বিভিন্ন গ্রুপ থেকে অনেকেই বিভিন্ন কাজে লোক হায়ার করেন
অনেকে। ফেসবুকে প্রতিটি বিষয়েই গ্রুপ আছে।
একাউন্ট ও পেজ ম্যানেজমেন্ট:
অনেকের ফেসবুক পেজ কিংবা একাউন্টে অনেক
ফলোয়ার আছে কিন্তু সেটি চালানোর সময় পান না। এ ক্ষেত্রে একাউন্ট বা পেজ ম্যানেজ
করতে লোক নিয়োগ করে থাকেন। এ সুযোগটি লুফে নিয়ে আয় করতে পারেন। এ কাজের জন্য
অবশ্য আপনাকে খুঁজ চালাতে হবে।
ফেসবুক পেজ বা গ্রুপ বেচাকেনা:
ফেসবুক পেজ বা গ্রুপ বেচাকেনা করে আপনি আয় করতে পারেন। তবে এ ক্ষত্রে ফেসবুকের নীতিমালা লঙ্ঘন করা যাবে না। ফেসবুক পেজ কিংবা গ্রুপ খোলা সহজ হলেও সেগুলো বড় করা সময় সাপেক্ষ ও কঠিন কাজ। তাই বড় গ্রুপ বানিয়ে কিংবা পেজে ফলোয়ার বৃদ্ধি করে বেচাকেনা করে আয় করতে পারেন। লাইক ও মেম্বার বেশি হলে অনেকে ফেসবুক পেজ ও গ্রুপ কিনেন।






মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন