উদ্যোক্তাদের জন্য সর্বকালের সেরা ১২টি বই, হতে পারে আপনার সফলতার চাবিকাঠি
উ দ্যোক্তা হিসেবে বেশ কিছু গুণাবলী রয়েছে, যা আপনার ব্যবসায়ী উদ্যোগে সফলতা এনে দেবে। কঠোর পরিশ্রম, বুদ্ধিদীপ্ত পরিকল্পনা ছাড়াও, আপনার মধ্যে প্রচুর শেখা ও জানার আগ্রহ থাকতে হবে। ব্যবসার বিভিন্ন ক্ষেত্র নিয়ে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। যা আপনার ব্যবসায় আসন্ন চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা মোকাবিলা করতে পথ দেখাবে। পৃথিবীতে অনেক সফল ব্যবসায়ী তাদের সংগ্রাম, সাফল্য, কৌশল ও উত্থানের গল্প নিয়ে বই লিখে গেছেন। যে বইগুলো আপনাকে চলার পথে অনুপ্রাণিত করবে। সর্বকালের সেরা বেশকিছু বই হতে পারে আপনার সফলতার চাবিকাঠি। সর্বকালের সেরা ১২টি বইয়ের তালিকা দেখুন ১। চিন্তা করুন এবং ধনী হও (Think and Grow Rich) নেপোলিয়ন হিলের (Napoleon Hill) চিন্তা করুন এবং ধনী হও (Think and Grow Rich) একটি সমৃদ্ধ বই। ব্যবসা নিয়ে এ বইয়ের লেখাগুলো আজও প্রাসঙ্গিক। লেখক নেপোলিয়ন হিল; হেনরি ফোর্ডসহ অনেক বিশিষ্ট ব্যবসায়ীর সাক্ষাৎকার নিয়েছেন। এ বইয়ে উদ্যোক্তাদের জন্য ছয়টি পদক্ষেপের নির্দেশিকা দিয়েছেন তিনি। ২। ব্যবসায়িক অ্যাডভেঞ্চারস (Business Adventures) জন ব্রুকসের (John Brooks) ব্যবসায়িক অ্যাডভেঞ্চার (Business Ad...