পোস্টগুলি

promotion

ফেসবুক থেকে আয় করুন ৯ উপায়ে

ছবি
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বর্তমান সময়ে জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোর মধ্যে অন্যতম ফেসবুক। কিন্তু অনেকেই জানেন না ফেসবুক থেকে আয় করা সম্ভব। এছাড়া কীভাবে আয় করা যায় এ পদ্ধতিও অনেকের অজানা। ফেসবুক থেকে আয়ের একাধিক উপায় রয়েছে। ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকেও আয় করা যায়। চলুন ফেসবুক থেকে আয়ের  ৯ টি কার্যকর উপায় জেনে নেই। সরাসরি ফেসবুক পেজ থেকে আয়: ফেসবুক পেজ থেকে আয় করার একাধিক উপায় রয়েছে। এ জন্য গোছানো ও পর্যাপ্ত এক্টিভ ফলোয়ার থাকতে হবে। ভিডিও কন্টেন্ট তৈরি করে ইউটিউবের মতো   ফেসবুকেও আয় করা যায়। এর আগে আপনার পেজে মনিটাইজেশন নিতে হবে। মনিটাইজেশন পেলে আপনার পেজের ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে। এর বিনিময়ে আপনাকে পেমেন্ট করবে ফেসবুক। তবে ফেসবুক পেজে মনিটাইজেশন পেতে হলে বেশ কিছু শর্ত রয়েছে;  পেজে অন্তত ১০ হাজার লাইক  থাকতে হবে। সর্বশেষ দুই মাসের মধ্যে ভিডিওতে অন্তত ৬ লাখ ভিউ  থাকতে হবে।   পেজে অন্তত পাঁচটি ভিডিও থাকতে হবে।  প্রতিটি ভিডিও তিন মিনিটের বেশি হতে হবে। ফেসবুক মার্কেটপ্লেস: ফেসবু...

রাইড শেয়ারিং করে সহজে আয় করুন

ছবি
বর্তমানে বাংলাদেশে রাইড শেয়ারিং সার্ভিস যোগাযোগ ব্যবস্থায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। আপনার যদি মোটরসাইকেল বা প্রাইভেটকার থাকে তাহলে খুব সহজে রাইড শেয়ারিং করে ভালো আয় করতে পারবেন। সুবিধামতো সময়ে রাইড শেয়ার করতে পারছেন; যে কারণে অনেকেই এটি পেশা হিসেবে বেছে নিচ্ছেন। আসুন জেনে নেই রাইড শেয়ারিং করে আয় করার আদ্যোপান্ত। রাইড শেয়ারিং: সহজ কথায় রাইড শেয়ারিং হলো চলার পথে আপনার খালি গাড়িতে কাউকে নিয়ে গেলেন, এতে তারও সুবিধা হলো আপনিও কিছু টাকা পেলেন। এমন ধারণা থেকেই রাইড শেয়ারিংয়ের যাত্রা শুরু হয়। বিভিন্ন স্টার্টআপ কোম্পানি অ্যাপের মাধ্যমে এ প্রক্রিয়া পরিচালনা করে। এখানে স্মার্টফোনে নির্দিষ্ট রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে হায়ার রিকোয়েস্ট পাঠানো হয় এবং ওই পথে যাতায়াতকারী রাইডার ওই রিকোয়েস্ট গ্রহণ করলে রাইড শেয়ারিং প্রক্রিয়া শুরু হয়। এতে প্রক্রিয়াটি পরিচালনা করে স্টার্টআপ কোম্পানি রাইডার থেকে কমিশন নেয়। রাইডার সরাসরি যাত্রী থেকে ভাড়া গ্রহণ করে। বর্তমানে ডিজিটাল ব্যাংকিং মাধ্যমেও যাত্রী ভাড়া পরিশোধ করে। এ ক্ষেত্রে রাইড শেয়ারিং কোম্পানি পেমেন্ট নিয়ে রাইডারকে পরিশোধ করে দেয়। ভাড়ায় ...

নতুন ক্রেডিট বা ডেবিট কার্ড পাওয়ার পর অবশ্যই যা করবেন

ছবি
এক কথায় ব্যাংকের ডেবিট কার্ড হলো প্রিপেইড আর ক্রেডিট কার্ড হলো পোস্ট পেইড। আপনি ব্যাংক থেকে ডেবিট বা ক্রেডিট কার্ড পেলে প্রথমে কী কী করবেন। এছাড়া এ কার্ড ব্যবহারে কী সতর্কতা অবলম্বন করবেন। এ নিয়ে অনেকেই দ্বিধান্বিত থাকেন। ক্রেডিট বা ডেবিট কার্ড পাওয়ার পর যা করবেন: কার্ড এক্টিভ করুন: ডেবিট বা ক্রেডিট কার্ড পাওয়ার পর সেটি এক্টিভ (চালু) করুন। কার্ডটি আপনি হাতে পেলে এতে থাকা হেল্পলাইন (কার্ড ডিভিশন) নম্বরে কল করুন। সেখানে আপনার কার্ডের নম্বরটি বলতে হবে পরে কিছু প্রশ্ন করে আপনাকে ভেরিফাই করবে। এরপর তারা কলটি আইভিআরে ট্রান্সফার করে দেবে। সেখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে। চার বা পাঁচ সংখ্যার পাসওয়ার্ড টাইপ করলে তা স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যাবে। এরপর কার্ডটি চালু হয়ে যাবে। অস্থায়ী পাসওয়ার্ড: অনেক ব্যাংক থেকে গোপন খামে অস্থায়ী পাসওয়ার্ড দিয়ে থাকে। কার্ড ডিভিশনে ফোন করে কার্ড চালুর পর ওই ব্যাংকের নিকটস্ত এটিএম বুথ থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। এটা তেমন জটিল নয়। বুথে এটিএমে কার্ড প্রবেশ করিয়ে অস্থায়ী পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন অপশন থেকে পরিবর্তন করা...

ক্রেডিট কার্ড কী, সহজে যেভাবে ক্রেডিট কার্ড (Credit Card) পাবেন

ছবি
বাংলাদেশের প্রায় সব বাণিজ্যিক ব্যাংক ক্রেডিট কার্ড সেবা দিয়ে থাকে। ক্রেডিট কার্ড নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। কিন্তু অনেকেই জানেন না ক্রেডিট কার্ড কীভাবে নিতে হয়। এছাড়া এর জন্য কী কী প্রয়োজন। ক্রেডিট কার্ড কী? সহজে কিভাবে পাওয়া যাবে চলুন বিশদ জেনে নেই; ক্রেডিট কার্ড কী ( What is credit card) সহজ কথায় ক্রেডিট কার্ড হলো ঋণপত্র। যে কার্ডের মাধ্যমে ব্যাংক আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা ঋণ দেয়। যা প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ব্যাংককে পরিশোধ করে দিতে হয়। সাধারণ অন্যান্য ব্যাংক কার্ডের মতোই ক্রেডিট কার্ডে কার্ডধারীর নাম, কার্ডের নাম্বার, মেয়াদ ও   সিভিসি নম্বর থাকে। এ কার্ডে ব্যাংক মূলত ব্যববহারকারীকে আগাম (ঋণ) ব্যয়ের সুবিধা দিয়ে থাকে। ব্যববহারকারী অনুযায়ী প্রতিটি কার্ডের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ক্রেডিট লিমিট থাকে। লিমিট শেষ হয়ে গেলে ওই অর্থ পরিশোধ করার পর আবার লিমিট চলে আসবে। ক্রেডিট ও ডেবিট কার্ডের মধ্যে যে পার্থক্য: ক্রেডিটকার্ডে ব্যাংক আগে থেকেই নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করে দেয়। যা মূলত গ্রাহকের ঋণ। এ টাকা খরচের পর নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করে আবার ওই অর্থ ব্যবহার করা যায়। ক...

যেভাবে এসইও (SEO) কনসাল্টিং ব্যবসা শুরু করবেন

ছবি
এসইও (SEO) হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization)।এর মাধ্যমে ভার্চুয়াল জগতে ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করানো হয়।কেউ ওয়েবে পণ্য কিংবা সেবা খুঁজেন তখন তারা সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। বর্তমানে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের মধ্যে রয়েছে; গুগল ( Google ) বিং ( Bing ) ইয়াহু ( Yahoo ) যেসব ওয়েবসাইট সার্চ ইঞ্জিনগুলোর প্রথম কয়েক পৃষ্ঠার ফলাফলে দেখা যায় সেগুলোই বেশি দর্শক আকর্ষণ করে। মূলত এখানে এসইও পরামর্শ (কনসাল্টিং) ব্যবসার সুযোগ। এ কাজে ক্লায়েন্টদের ওয়েবসাইট বিশ্লেষণ ও তাদের সাইট র‌্যাঙ্ক পেতে কী করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এসইও কনসাল্টিং ব্যবসা ১। কৌশল শিখুন এসইও পরামর্শ সেবাদাতা হিসেবে ক্লায়েন্টদের ওয়েবসাইট বিশ্লেষণ ও সাইটগুলো সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করাতে কী করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ দেওয়া। আপনি যদি ওয়েবসাইট তৈরি ও এসইও বিশেষজ্ঞ না হয়ে থাকেন তাহলে ব্যবসা শুরু করার আগে এ বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করুন। এ জন্য বেশ কিছু প্রশিক্ষণ কোর্স করতে পারেন। এছাড়া আপনার এ ব্যবসায় কাজ করার জন্য এসইও বিশেষজ্ঞদের নিয়োগ দিতে পারেন। তবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ...

অনলাইনে ক্যাপচা এন্ট্রি করে আয় করুন, সেরা ১০টি জব সাইট

ছবি
ক্যাপচা এন্ট্রি হলো অনলাইনে সবচেয়ে সহজ কাজগুলোর মধ্যে অত্যতম। এখানে কোনো অর্থ বিনিয়োগ ছাড়াই ঘরে বসে অনলাইনে ক্যাপচা এন্ট্রি করে ভালো আয় করতে পারেন। তবে সবচেয়ে চ্যালেঞ্জিং হলো নির্ভেজাল (Authentic) ও নিয়মিত পেমেন্ট করে এমন সাইট খুঁজে বের করা। পর্যালোচনা ও রেটিংয়ের ওপর ভিত্তি করে এখানে সেরা ১০টি সাইটকে বেছে নেওয়া হয়েছে। এ কাজ শুরু করতে যা প্রয়োজন: ক্যাপচা এন্ট্রি (Captcha Entry) কাজ শুরু করতে আপনাকে প্রাথমিকভাবে কিছু উপকরণ যোগার করতে হবে; কম্পিউটার বা স্মার্ট ফোন ইন্টারনেট সংযোগ এ কাজে ভাল আয়ে সবচেয়ে প্রয়োজনীয় হলো লেখার গতি। আপনি যদি প্রতি মিনিটে ১০টির বেশি ক্যাপচা সমাধান করতে পারেন তবে অনেক ভাল একটি আয় করতে পারবেন।   সেরা ১০টি ক্যাপচা এন্ট্রি   জব সাইট: ১। মেগাটাইপার্স (MegaTypers)  সেরা ক্যাপচা এন্ট্রি কাজ দেওয়া সাইটের মধ্যে রয়েছে মেগাটাইপার্স (MegaTypers)। এখানে বিনামূল্যে সাইন আপ করে কাজ শুরু করতে পারেন ।  এখানে অধিকাংশ অভিজ্ঞ ও সেরা টাইপাররা প্রতি মাসে ১০০ ডলার ($100) থেকে ২৫০ ডলার ($250) পর্যন্ত আয় করেন। এখানে প্রতি ১০০০ ক্যাপচা সমাধানে ০.৪৫ ডলার ...

Advertise

Advertise
Attar - Chocolate Fragrance Perfume | Daraz | Buy Now

promotional

Promotional