promotion

যেভাবে এসইও (SEO) কনসাল্টিং ব্যবসা শুরু করবেন


এসইও (SEO) হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization)।এর মাধ্যমে ভার্চুয়াল জগতে ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করানো হয়।কেউ ওয়েবে পণ্য কিংবা সেবা খুঁজেন তখন তারা সার্চ ইঞ্জিন ব্যবহার করেন।

বর্তমানে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের মধ্যে রয়েছে;

যেসব ওয়েবসাইট সার্চ ইঞ্জিনগুলোর প্রথম কয়েক পৃষ্ঠার ফলাফলে দেখা যায় সেগুলোই বেশি দর্শক আকর্ষণ করে। মূলত এখানে এসইও পরামর্শ (কনসাল্টিং) ব্যবসার সুযোগ। এ কাজে ক্লায়েন্টদের ওয়েবসাইট বিশ্লেষণ ও তাদের সাইট র‌্যাঙ্ক পেতে কী করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

এসইও কনসাল্টিং ব্যবসা

১। কৌশল শিখুন

এসইও পরামর্শ সেবাদাতা হিসেবে ক্লায়েন্টদের ওয়েবসাইট বিশ্লেষণ ও সাইটগুলো সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করাতে কী করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ দেওয়া।

আপনি যদি ওয়েবসাইট তৈরি ও এসইও বিশেষজ্ঞ না হয়ে থাকেন তাহলে ব্যবসা শুরু করার আগে এ বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করুন। এ জন্য বেশ কিছু প্রশিক্ষণ কোর্স করতে পারেন। এছাড়া আপনার এ ব্যবসায় কাজ করার জন্য এসইও বিশেষজ্ঞদের নিয়োগ দিতে পারেন। তবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও এসইও বিষয়ে মৌলিক দক্ষতাগুলো অর্জন করা প্রয়োজন।

২। সেবা নির্ধারণ করুন

আপনি ক্লায়েন্টকে যে সেবাগুলো দেবেন সেগুলো আগে নির্ধারণ করে নিন। এর মধ্যে থাকতে পারে;

  • এসইও অডিট
  • সফটওয়ার সুপারিশ
  • কৌশল বাছাই
  • কীওয়ার্ড গবেষণা
  • লিঙ্ক বিল্ডিং
  • রিটেনশিপ

২ (ক) এসইও অডিট

ক্লায়েন্টকে সাইটের অপ্টিমাইজেশানের গভীর বিশ্লেষণ ও উন্নতি নিয়ে তাত্ক্ষণিক এর ক্ষেত্রগুলো সনাক্ত করে দেওয়া।

২ (খ) সফটওয়ার সুপারিশ

সার্চ মার্কেটিং ইন্ডাস্ট্রিগুলো আপনার কীওয়ার্ডের র‍্যাঙ্কিং, বিশ্লেষণ ও উন্নয়নে হাজারো সফটওয়ার তৈরি করে রেখেছে। এ নিয়ে আপনার ক্লায়েন্টকে সঠিক সমাধান দিন।

২ (গ) কৌশল বাছাই

বাজেটের সর্বোচ্চ স্বাশ্রয় করে একটি সম্পূর্ণ এসইও পরিকল্পনা তৈরি করতে হবে।

২ (ঘ) কীওয়ার্ড গবেষণা

কীওয়ার্ড গবেষণা অনপেজ এসইওর সবচেয়ে প্রয়োজনীয় দিক। সাইটের র‌্যাঙ্কিং উন্নত করতে কীওয়ার্ড স্ট্যাটাস বিশ্লেষণ ও নির্দেশনাগুলো নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন তৈরি করুন।

২ (ঙ) লিঙ্ক বিল্ডিং

একটি ভাল লিঙ্ক-বিল্ডিং প্রক্রিয়া প্রণয়ন করে আপনার ক্লায়েন্টকে প্রদান করুন।


৩। ব্যবসা পরিকল্পনা তৈরি করুন

অন্যান্য ব্যবসার মতোই এসইও পরামর্শ দাতা প্রতিষ্ঠানেরও একটি ভালো ব্যবসায়িক পরিকল্পনা দরকার। এ পরিকল্পনা নথি ব্যবসার রোডম্যাপ হিসাবে কাজ করে। এছাড়া এ নথি দিয়ে  বিনিয়োগ নেওয়া যায়।

৪। ব্যবসার নাম নির্বাচন

এসইও কনসাল্টিং ব্যবসার জন্য একটি আকর্ষণীয় নাম বাছাই করুন। এমন নাম দিতে হবে যেন, এতে কোম্পানি থেকে কী সেবা পাওয়া যাবে তা বুঝা যায়। একটি আকর্ষণীয় ও সঠিক নাম নির্বাচন কোম্পানির গ্রাহক বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া কোম্পানির ব্র্যান্ড মূল্য আরো বেড়ে যায়।

একইসঙ্গে কাঙ্ক্ষিত নামে ডোমেইন আছে কি না তা আগে পরীক্ষা করে নিতে হবে। পরে আপনার ওয়েবসাইটের জন্য নির্দিষ্ট ডোমেইনটি কিনে নিয়ে নিবন্ধন করুন।কারণ ব্যবসা পরিচালনায় ওয়েবসাইটের ডোমেন নাম গুরুত্বসহকারে নির্বাচন করা প্রয়োজন। এতে গ্রাহকরা খুব সহজে অনলাইন ও অফলাইনে আপনার এসইও কোম্পানিকে সনাক্ত করতে পারবেন।

৬। ব্যবসা নিবন্ধন

আপনার কোম্পানিকে ঝামেলামুক্ত ছাড়া চালাতে ব্যবসার নিবন্ধন করে নেওয়া অপরিহার্য। এ বিষয়ে সঠিকভাবে আবেদন সম্মপন্ন করতে ল ফার্ম এর সহযোগিতা নিতে পারেন।

 

৭। দক্ষ জনশক্তি নিয়োগ

এসইও পরামর্শ ব্যবসা পরিচালনা করতে আপনাকে এ বিষয়ে দক্ষ জনশক্তি নিয়োগ দিতে হবে। কারণ অভিজ্ঞতা ও দক্ষতা ছাড়া এ কাজ করা সম্ভব নয়। এছাড়া চুক্তি ভিত্তিতে দক্ষ ফ্রিল্যান্স কর্মী নেটওয়ার্ক তৈরি করতে হবে। তবে আগে আপনি কী কী সেবা দেবেন সেগুলো আগে চিহ্নিত করুন পরে সে অনুযায়ী কর্মী নিয়োগ করুন।

৯। প্রচার করুন

ব্যবসার প্রচার প্রক্রিয়ার প্রথম ধাপের মধ্যে রয়েছে আকর্ষণীয় লোগো তৈরি। এই লোগো যুক্ত বিজনেস কার্ড ছাপিয়ে নিন।পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো একটি ওয়েবসাইট তৈরি করা। যেন গ্রাহকরা আপনাকে অনলাইনে পায়। তবে এসইও ব্যবসায় ওয়েবসাইটটি অবশ্যই পেশাদার হতে হবে।

ওয়েবসাইটে আপনার সকল সেবা ও কোম্পানির একটি পোর্টফোলিও এবং যোগাযোগের বিবরণ যুক্ত করুন।

এসইও কনসাল্টিং ব্যবসা শুরু করতে যা যা প্রয়োজন:

এসইও কনসাল্টিং ব্যবসা যে কেউ শুরু করতে পারেন। তবে এ বিষয়ে দক্ষ পেশাদারদের সফলাতার হার বেশি। তবে কিছু বেসিক বিষয় আপনাকে জানতে হবে;

  • সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশানের পদ্ধতি নিয়ে প্রাথমিক দক্ষতা।
  • একটি ওয়েবসাইট থাকতে হবে।
  • উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার প্রয়োজন।

এসইও কনসাল্টিং ব্যবসা কতটা লাভজনক:

এসইও কনসাল্টিং ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে করতে পারেন। দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারলে এ ব্যবসা বেশ লাভজনক। কেননা এই ব্যবসায় স্টার্ট আপ খরচ অনেক কম। মূলত এ সেবা একটি দীর্ঘমেয়াদী ব্যবস্থা। কারণ ক্লায়েন্টদের তাদের র‌্যাঙ্কিং ধরে রাখতে আপনার সঙ্গে যুক্ত থাকবে।

এসইও কনসাল্টিং ব্যবসা পুরোপুরি দক্ষতা ভিত্তিক সেবা। এখানে আপনাকে নিবেদিত হতে হবে একই সঙ্গে ক্লায়েন্টের চাহিদা অনুসারে কাজ করতে হবে। আপনার ক্লায়েন্ট মূলত কী প্রত্যাশা করছেন তা বুঝতে আপনাকে এ বিষয়ে দক্ষতা এবং কমিউনিকেশন বাড়াতে হবে। ধৈর্য ধরে কাজ করে গেলে একসময় ক্লায়েন্টের নির্ভরযোগ্য হওয়া যায়।

পরবর্তীতে ক্লায়েন্টরা যাদের বিশ্বাস ও ভরসা করেন তাদের সঙ্গে বারবার কাজ করতে পছন্দ করেন।

আরো পড়ুন: 

মন্তব্যসমূহ

Advertise

Advertise
Attar - Chocolate Fragrance Perfume | Daraz | Buy Now

promotional

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনলাইনে ক্যাপচা এন্ট্রি করে আয় করুন, সেরা ১০টি জব সাইট

নার্সারি ব্যবসার আদ্যোপান্ত, ঝুঁকি কম লাভ বেশি

অনলাইনে অডিও শুনে টাকা আয় করুন, যেভাবে হবেন ট্রান্সক্রিপশনবিদ

Promotional