promotion

অনলাইনে আয়: শীর্ষ ৫টি পিটিসি সাইট

বর্তমানে অনলাইন কাজের জগতে বিশ্বস্ত পিটিসি (PTC) সাইট খুঁজে পাওয়া অনেক কঠিন। দীর্ঘ সময় গবেষণা করে শীর্ষস্থানীয় ও সেরা পাঁচটি পিটিসি (পে টু ক্লিক) সাইট এখানে তালিকাভুক্ত করা হয়েছে। কোনো অর্থ বিনিয়োগ ছাড়াই ক্লিক করে আয় করুন।

পাঁচটি পিটিসি সাইট:

১। ওয়াই সেন্স (YSense)

ওয়াই সেন্স (YSense) ২০০৭ সাল থেকে বাজারে রয়েছে। আগে এর নাম ছিল ক্লিক্স সেন্স (Clixsense)। এ সাইটটি দীর্ঘ দিন ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। ওয়াই সেন্স (YSense) সদস্য হয়ে আপনি একাধিক উৎসের মাধ্যমে আয় করতে পারেন। এখানে আয়ের কিছু জনপ্রিয় উৎসের মধ্যে রয়েছে ; সার্ভে ও অফার।

  • পেমেন্ট পদ্ধতি

ওয়াই সেন্স (YSense) আয় করা অর্থ বর্তমানে পেওনিয়ার (Payoneer), পেইজা (Payza), স্ক্রিল (Skrill) ও পেপাল (PayPal) দিয়ে উত্তোলন করা যায়। এছাড়া মার্কিন নাগরিকরা সরাসরি ব্যাংক একাউন্টে অর্থ নিতে পারবেন।

এখানে বিনামূল্যে ওয়াই সেন্স (YSense) এ সাইন আপ করুন

২। প্রাইজরেবেল (PrizeRebel)

প্রাইজরেবেল (PrizeRebel) বর্তমানে সেরা পিটিসি (পে টু ক্লিক) সাইটগুলোর মধ্যে একটি। এতে কাজ করার একাধিক উপায় রয়েছে। ট্যাব ও টাস্ক ছাড়াও উইন (WIN) বিভাগের মাধ্যমে র‌্যাফেলের মাধ্যমে উপার্জন করতে পারেন। একইসঙ্গে এখানে রেফার করেও আয় বহুগুণ বাড়ানো যায়।

৩। নিওবাক্স (Neobux)

নিওবাক্স (Neobux) আরেকটি জনপ্রিয় পিটিসি (পে টু ক্লিক) সাইট। ২০০৮ সালের এপ্রিল মাস থেকে তারা বাজারে আছে। এখানে প্রতি ক্লিকে 0.002$ পেমেন্ট দিয়ে থাকে। এ সাইটে ন্যূনতম পেআউট ২ ডলার। আপনি লিঙ্ক রেফার করে আয় বৃদ্ধি করতে পারবেন।

  • পেমেন্ট পদ্ধতি

নিওবাক্স (Neobux) আয় করা অর্থ পেপালের (PayPal) মাধ্যমে উত্তোলন করা যায়। এছাড়া আপনি তাত্ক্ষণিক পেমেন্ট প্রত্যাহারও করতে পারবেন। এখানে সর্বনিম্ন পেআউট ২ ডলার।

৪। স্বগবাকস (Swagbucks)

স্বগবাকস (Swagbucks) আরেকটি জনপ্রিয় ও বিশ্বস্ত পিটিসি (পে টু ক্লিক) সাইট। এতে বিনামূল্যে অতিরিক্ত আয়ের সুযোগ দেয়। এখানে সবচেয়ে জনপ্রিয় হলো ছোট জরিপে অংশ নিয়ে অধিক আয়। এছাড়া রেফারেল আয়।

  • পেমেন্ট পদ্ধতি

স্বগবাকস (Swagbucks) আয় করা অর্থ পেপালের (PayPal) ও অ্যামাজন (amazon) গিফট কার্ডের মাধ্যমে উত্তোলন করা যায়।  

৫। গ্রীন প্যানথেরা (Green Panthera)


গ্রীন প্যানথেরা (Green Panthera) একটি স্বনামধন্য জরিপ সংস্থা। তারা বিশ্বের অধিকাংশ দেশে সক্রিয় ও বিনামূল্যে আয়ের সুযোগ দিয়ে থাকে। গ্রীন প্যানথেরা অনলাইনে উপার্জনের অনেক উপায় দিয়েছে। এখানে ছোট জরিপের কাজ, কেনাকাটা ও রেফারেলে আয় করা যায়।

কিভাবে পিটিসি (PTC) সাইট থেকে আয় করবেন:

পিটিসি (পে টু ক্লিক) সাইটগুলো থেকে আপনি আপনার কাজের উপর নির্ভর করে প্রতিদিন ৫ থেকে ৫০ ডলার আয় করতে পারেন। তবে রাখতে হবে এ সাইটগুলো থেকে রাতারাতি ধনী হতে পারবেন না। তবে আপনি এখানে কিছু টিপস ও কৌশল পাবেন।

সাইন আপ প্রক্রিয়া ও কৌশল:

  • এ সাইটে কাজ করা সহজ। ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন।
  • বিজ্ঞাপনগুলোতে ক্লিক করুন ও জরিপে অংশ নিন।
  • প্রযুক্তিগত জ্ঞানের দরকার হয়না, প্রাথমিক ইন্টারনেট জ্ঞান থাকলেই হবে।
  • অনলাইনে সহজ পেমেন্ট। (পেপাল, পেওনিয়ার, পেজা, স্ক্রিল)।
  • রেফারেল আয় করার বাড়তি সুযোগ।
  • যে কোনো সময় কাজ করা যায়।

পিটিসি সাইটগুলোর কিছু নেতিবাচক দিক:

  • কিছু সাইট প্রতি ক্লিকে খুব কম পেমেন্ট করে।
  • সাইটগুলি বৈধতা সনাক্ত করা অনেক কঠিন।
  • অনেক সাইট সময় নষ্ট করে।

পিটিসি সাইট থেকে অর্থ উপার্জনে যা করতে হবে:

একাউন্ট খোলা ও কাজ করার প্রক্রিয়াটি খুব সহজ। এখানে তালিকাভুক্ত সাইটগুলোতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলতে হবে৷ এরপর প্রতিদিন কিছু সময় ব্যয় করে তালিকাভুক্ত বিজ্ঞাপন দেখুন। এছাড়া জরিপে অংশ নিন। এর জন্য আপনাকে অর্থ প্রদান করবে। বিজ্ঞাপনের সময় ও ক্লিকের ওপর ভিত্তি সর্বনিম্ন ২ সেন্ট (১০০ সেন্ট সমান ১ ডলার) প্রদান করে। সাইট রেফার কিংবা অফার থেকে ১০০ থেকে ৩০০ ডলার পর্যন্ত আয় করা যায়। এছাড়া রেফালের আয় আজীবন রেফারেল কমিশন হিসবে যুক্ত হয়।

প্রাথমিক ধাপ:

  • আইডি খুলতে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলুন।
  • পেমেন্ট নিতে (যদি না থাকে তাহলেপেপাল, পেওনিয়ার, পেজা কিংবা স্ক্রিল অ্যাকাউন্ট করুন।

আয় বাড়ানোর কৌশল:

সাইটে রেফারেল থেকে আয় জ্যামিতিক হারে বৃদ্ধি করা যায়। ফেসবুক ও গুগল প্লাসের মাধ্যমে আপনার রেফারেল লিঙ্কটি প্রচার করুন। অর্থ উপার্জনকারী বিভিন্ন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে প্রচারণা চালান। আপনার রেফারেল থেকে কেউ অ্যাকাউন্ট খুললে আপনি আজীবন রেফারেল কমিশন পাবেন।

কিভাবে পেমেন্ট পাবেন:

আপনার আয় করা অর্থ উত্তোলনে পে-আউট করতে পারবেন খুব সহজে। অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম (পেপাল, পেওনিয়ার, পেজা কিংবা স্ক্রিল) এ সাইট থেকে ডলার পে-আউট করে সেখান থেকে আপনার ব্যাংকে ট্র্যান্সফার করে অর্থ উত্তোলন করতে পারবেন। সর্বনিম্ন ৫ ডলার থেকে পে-আউট করা যায়। আপনার ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর যোগ করুন।

 

লেখকের মত;

আমাদের সুপারিশ পিটিসি (পে টু ক্লিক) সাইটগুলোতে যুক্ত হয়ে অনলাইনে ঘরে বসে ভালো আয় করুন। এখানে বেশি প্রযুক্তি দক্ষতার প্রয়োজন হয় না। আপনি প্রথম দিন থেকেই উপার্জন শুরু করতে পারছেন।

 আরো পড়ুন: 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Advertise

Advertise
Attar - Chocolate Fragrance Perfume | Daraz | Buy Now

promotional

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনলাইনে ক্যাপচা এন্ট্রি করে আয় করুন, সেরা ১০টি জব সাইট

নার্সারি ব্যবসার আদ্যোপান্ত, ঝুঁকি কম লাভ বেশি

অনলাইনে অডিও শুনে টাকা আয় করুন, যেভাবে হবেন ট্রান্সক্রিপশনবিদ

Promotional