অনলাইনে আয়: শীর্ষ ৫টি পিটিসি সাইট
বর্তমানে অনলাইন কাজের জগতে বিশ্বস্ত পিটিসি (PTC) সাইট খুঁজে পাওয়া অনেক কঠিন। দীর্ঘ সময় গবেষণা করে শীর্ষস্থানীয় ও সেরা পাঁচটি পিটিসি (পে টু ক্লিক) সাইট এখানে তালিকাভুক্ত করা হয়েছে। কোনো অর্থ বিনিয়োগ ছাড়াই ক্লিক করে আয় করুন। পাঁচটি পিটিসি সাইট: ১। ওয়াই সেন্স (YSense) ওয়াই সেন্স (YSense) ২০০৭ সাল থেকে বাজারে রয়েছে। আগে এর নাম ছিল ক্লিক্স সেন্স (Clixsense)। এ সাইটটি দীর্ঘ দিন ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। ওয়াই সেন্স (YSense) সদস্য হয়ে আপনি একাধিক উৎসের মাধ্যমে আয় করতে পারেন। এখানে আয়ের কিছু জনপ্রিয় উৎসের মধ্যে রয়েছে ; সার্ভে ও অফার। পেমেন্ট পদ্ধতি ওয়াই সেন্স (YSense) আয় করা অর্থ বর্তমানে পেওনিয়ার (Payoneer), পেইজা (Payza), স্ক্রিল (Skrill) ও পেপাল (PayPal) দিয়ে উত্তোলন করা যায়। এছাড়া মার্কিন নাগরিকরা সরাসরি ব্যাংক একাউন্টে অর্থ নিতে পারবেন। এখানে বিনামূল্যে ওয়াই সেন্স (YSense) এ সাইন আপ করুন ২। প্রাইজরেবেল (PrizeRebel) প্রাইজরেবেল (PrizeRebel) বর্তমানে সেরা পিটিসি (পে টু ক্লিক) সাইটগুলোর মধ্যে একটি। এতে কাজ করার একাধিক উপায় রয়েছে। ট্যাব ও টাস্ক ছাড়াও উইন (WIN) বিভাগের মাধ...