promotion

উদ্যোক্তাদের জন্য সর্বকালের সেরা ১২টি বই, হতে পারে আপনার সফলতার চাবিকাঠি


দ্যোক্তা হিসেবে বেশ কিছু গুণাবলী রয়েছে, যা আপনার ব্যবসায়ী উদ্যোগে সফলতা এনে দেবে। কঠোর পরিশ্রম, বুদ্ধিদীপ্ত পরিকল্পনা ছাড়াও, আপনার মধ্যে প্রচুর শেখা ও জানার আগ্রহ থাকতে হবে। ব্যবসার বিভিন্ন ক্ষেত্র নিয়ে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। যা আপনার ব্যবসায় আসন্ন চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা মোকাবিলা করতে পথ দেখাবে।

পৃথিবীতে অনেক সফল ব্যবসায়ী তাদের সংগ্রাম, সাফল্য, কৌশল ও উত্থানের গল্প নিয়ে বই লিখে গেছেন। যে বইগুলো আপনাকে চলার পথে অনুপ্রাণিত করবে। সর্বকালের সেরা বেশকিছু বই হতে পারে আপনার সফলতার চাবিকাঠি।

সর্বকালের সেরা ১২টি বইয়ের তালিকা দেখুন

১। চিন্তা করুন এবং ধনী হও (Think and Grow Rich)

নেপোলিয়ন হিলের (Napoleon Hill) চিন্তা করুন এবং ধনী হও (Think and Grow Rich) একটি সমৃদ্ধ বই। ব্যবসা নিয়ে এ বইয়ের লেখাগুলো আজও প্রাসঙ্গিক। লেখক নেপোলিয়ন হিল; হেনরি ফোর্ডসহ অনেক বিশিষ্ট ব্যবসায়ীর সাক্ষাৎকার নিয়েছেন। এ বইয়ে উদ্যোক্তাদের জন্য ছয়টি পদক্ষেপের নির্দেশিকা দিয়েছেন তিনি। 

২। ব্যবসায়িক অ্যাডভেঞ্চারস (Business Adventures)

জন ব্রুকসের (John Brooks) ব্যবসায়িক অ্যাডভেঞ্চার (Business Adventures) বইটি বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসের পড়া প্রিয় বইগুলোর মধ্যে অন্যতম। গেটসনোটের বরাতে এ তথ্য জানা যায়। ব্যবসা নিয়ে লেখা এ বইটি পশ্চিমা জগতে দীর্ঘদিন বেস্ট সেলার ছিল। জন ব্রুকসের অন্তর্দৃষ্টিপূর্ণ প্রতিবেদনগুলো এতটাই শক্তিশালী ছিল যে; ১৯৬২ সালে ব্রিটিশ বাজার বিপর্যয় নিয়ে তার বর্ণনা বিস্ময়করভাবে মিলে যায়। 

৩। কীভাবে বন্ধুদের জয় করা যায় এবং লোকেদের প্রভাবিত করা যায় (How to Win Friends and Influence People)

ডেল কার্নেগির (Dale Carnegie) বন্ধুদের জয় করা যায় এবং লোকেদের প্রভাবিত করা যায় (How to Win Friends and Influence People) বইটি ক্রেতা ও বিক্রেতার মধ্যকার মিথস্ক্রিয়া নিয়ে কাজ করে। এ বইয়ে একজন নতুন উদ্যোক্তা ভোক্তাবে প্রভাবিত করবেন সে বিষয়ে গাইড লাইন দিয়েছেন। 

৪। উদ্ভাবকের দ্বিধা (The Innovator’s Dilemma)

ক্লেটন এম ক্রিস্টেনসেনের (by Clayton M. Christensen) উদ্ভাবক কিংবা উৎপাদকের দ্বিধা (The Innovator’s Dilemma) বইটিতে একটি কোম্পানির বাজার নিয়ে ফোকাস করা হয়েছে।

হার্ভার্ড বিজনেস স্কুলের প্রফেসর ক্লেটন এম ক্রিস্টেনসেন তার এ এই বইতে কোম্পানিগুলোর বাজার ধরার বিষয়ে শতর্ক বার্তা দিয়েছেন। উৎপানের সবকিছু ঠিকঠাক থাকলেও কীভাবে বাজার হারাতে পারে এ নিয়ে ফোকাস করেছেন৷

বিনিয়োগের আগে গ্রাহকদের আগ্রহ নিয়ে জরিপ ও গবেষণায় গুরুত্ব দিয়েছেন তিনি। এছাড়া টেকসই বাজার ও প্রযুক্তির ধারণাগুলো নিয়েও আলোচনা করেছেন। এতে পণ্যের গ্রহণযোগ্যতা বেশি ও উন্নত হবে। এ বইটি স্টিভ জবসের পছন্দের মধ্যে অন্যতম। 

৫। উপজাতি (Tribes)

শেঠ গোডিনের (Seth Godin) উপজাতি (Tribes) বইটি বিপণন নিয়ে লেখা। যেকোনো পণ্য, পরিষেবা কিংবা ব্র্যান্ডের সাফল্যে একটি সম্প্রদায়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। কীভাবে একটি সম্প্রদায়ের মধ্যে অনুভূতি গড়ে তুলতে হয় এবং এটিকে একটি ব্যবসায়িক কৌশল হিসাবে ব্যবহার করা যায়; তার কৌশল দেখানো হয়েছে।

৬। আকর্ষণ : যে কোনো স্টার্ট-আপ কীভাবে গ্রাহক বৃদ্ধি করতে পারে (Traction: How any Start-up Can Achieve Explosive Customer Growth)

গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ ও জাস্টিন মেরেসের (Gabriel Weinberg and Justin Mares) লেখা, আকর্ষণ : যে কোনো স্টার্ট-আপ কীভাবে গ্রাহক বৃদ্ধি করতে পারে (Traction: How any Start-up Can Achieve Explosive Customer Growth) বইটি স্টার্ট-আপগুলোর ব্যর্থতার কারণগুলি তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে বইটি স্টার্ট-আপগুলোকে আরো বেশি গ্রাহক পেতে কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি ধরণের ব্যবসার জন্য সঠিক চ্যানেলের নির্দেশিকা ও স্টার্ট-আপগুলোর জন্য অনলাইন এবং অফলাইন; উভয় বিপণন পদ্ধতি রয়েছে৷ 

৭। উত্তর: যেকোন ব্যবসা বৃদ্ধি করুন, আর্থিক স্বাধীনতা অর্জন করুন এবং অনন্য জীবন যাপন করুন (The Answer: Grow Any Business, Achieve Financial Freedom, And Live an Extraordinary Life)

জন আসারাফ ও মারে স্মিথের (John Assaraf & Murray Smith) উত্তর: যেকোন ব্যবসা বৃদ্ধি করুন, আর্থিক স্বাধীনতা অর্জন করুন এবং অনন্য জীবন যাপন করুন (The Answer: Grow Any Business, Achieve Financial Freedom, And Live an Extraordinary Life) বইটি অবচেতন মন এবং কীভাবে এটি একজন উদ্যোক্তার প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে; এ বিষয়ে বিশদ ব্যখ্যা দেওয়া হয়েছে। বইটির দুজন লেখক তাদের অভিজ্ঞতার আলোকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তারা দেখিয়েছেন; কীভাবে একজন ব্যবসায়ী অবচেতন মনের ভুলগুলো পেরিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। 

৮। অবস্থান: আপনার মনের জন্য যুদ্ধ (Positioning: The Battle for Your Mind)

আল রিস এবং জ্যাক ট্রাউটের (Al Ries and Jack Trout) অবস্থান: আপনার মনের জন্য যুদ্ধ (Positioning: The Battle for Your Mind) বইটি একটি নিখুঁত বিপণন সহায়ক। গ্রাহকদের মনে ব্র্যান্ডের ওপর শক্তিশালী ছাপ তৈরির পদ্ধতি নিয়ে বর্ণনা করা হয়েছে। বিপণন গুরু ফিলিপ কোটলার বইটি সুপারিশ করেছেন। 

৯। দূরদর্শী কোম্পানিগুলির সফল অভ্যাস (Built to Last: Successful Habits of Visionary Companies)

জিম কলিন্স এবং জেরি আই এর (Jim Collins and Jerry I) দূরদর্শী কোম্পানিগুলির সফল অভ্যাস (Built to Last: Successful Habits of Visionary Companies) একটি গবেষণা পত্র। বাজারে সফল ও দীর্ঘ সময় টিকে আছে এমন ১৮টি কোম্পানির সঙ্গে কাজ করেন লেখক জিম কলিন্স ও জেরি আই। 

১০। জিরো টু ওয়ান (Zero to One)

পিটার থিয়েলের (Peter Thiel) জিরো টু ওয়ান (Zero to One) নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি মূল্যবান বই। এতে নতুন ব্যবসা গড়ে তোলার জন্য ব্যবহারিক নির্দেশনা ও অনুশীলন দেওয়া আছে। লেখক পিটার থিয়েল পেপ্যাল (PayPal) ও প্যালান্টির (Palantir) সহ-প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি ফেসবুক (Facebook) ও স্পেস এক্সসহ (SpaceX) শতাধিক স্টার্টআপে বিনিয়োগকারী।

এ বইতে উদ্ভাবনকে উৎসাহিত করা হয়েছে। এছাড়া ব্যবসার বিভিন্ন ক্ষেত্র, যেমন- বিক্রয়, বিপণন, ব্যবস্থাপনার কৌশল প্রণয়ন নিয়ে নির্দেশনা রয়েছে। আপনি আপনার ব্যবসার কৌশলগুলিতে কোনো ভুল করছেন কিনা সে বিষয়ে আপনাকে সচেতন করবে এ বইটি। 

১১। স্টিভ জবসের জীবনী (Steve Jobs: The Exclusive Biography)

ওয়াল্টার আইজ্যাকসনের (Walter Isaacson) স্টিভ জবসের জীবনী (Steve Jobs: The Exclusive Biography)। স্টিভ জবস শুধুমাত্র একজন সফল ব্যবসায়ী ছিলেন না, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। ওয়াল্টার আইজ্যাকসনের এ বই স্টিভ জবসের পরিবার ও তার সহযোগীদের সঙ্গে বেশ কয়েকটি সাক্ষাত্কারের ওপর ভিত্তি করে লেখা। লেখক; স্টিভ জবসের ব্যক্তিত্ব, শক্তির উৎস প্রকাশ করেছেন। 

১২। কিভাবে ধনী হওয়া যায়: বিশ্বের অন্যতম সেরা উদ্যোক্তা তার গোপনীয়তা শেয়ার করেছেন (How to Get Rich: One of the World’s Greatest Entrepreneurs Shares His Secrets)

ফেলিক্স ডেনিসের (Felix Dennis) কিভাবে ধনী হওয়া যায়: বিশ্বের অন্যতম সেরা উদ্যোক্তা তার গোপনীয়তা শেয়ার করেছেন (How to Get Rich: One of the World’s Greatest Entrepreneurs Shares His Secrets) বইটিতে লেখক একটি সফল ব্যবসা চালানো ও সম্পদ অর্জনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা দিয়েছেন। সাফল্যের উল্টো পিঠে ব্যর্থতার গল্প উল্লেখ করেছেন। এতে তিনি তার জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। এখানে তিনি মত দিয়েছেন; অর্থ উপার্জন করা এমন একটি দক্ষতা যা জীবনের যে কোনো পর্যায়ে শিখতে বাধ্য করে। 

লেখকের পরামর্শ;

উৎপাদনশীলতা ও ম্যানেজমেন্টের সেরা বইগুলো অবশ্যই পড়তে হবে। এতে কিছু বই আপনাকে ব্যবসার কৌশল ও কিছু বই কেস স্টাডি দেখাবে। এছাড়া কিছু বই সফল ব্যবসায়ীদের সাফল্যের গল্প বর্ণনা করে আপনাকে অনুপ্রাণিত করবে। সামগ্রিকভাবে, ব্যবসায়িক বইগুলো আপনার দক্ষতা বৃদ্ধি করে আপনাকে প্রতিযোগিতার বাজারে টিকে থাকার কৌশল বাতলে দেবে।

আরো পড়ুন: 

 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Advertise

Advertise
Attar - Chocolate Fragrance Perfume | Daraz | Buy Now

promotional

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনলাইনে ক্যাপচা এন্ট্রি করে আয় করুন, সেরা ১০টি জব সাইট

নার্সারি ব্যবসার আদ্যোপান্ত, ঝুঁকি কম লাভ বেশি

অনলাইনে অডিও শুনে টাকা আয় করুন, যেভাবে হবেন ট্রান্সক্রিপশনবিদ

Promotional