অনলাইনে অডিও শুনে টাকা আয় করুন, যেভাবে হবেন ট্রান্সক্রিপশনবিদ
অনলাইনে অডিও শুনে তা ট্রান্সক্রিপশন (প্রতিলিপি) করে টাকা আয় করুন। আপনার অতিরিক্ত সময়ে ঘরে বসে অনলাইনে এ অর্থ আয় করতে পাড়েন। ট্রান্সক্রিপশনবিদ হতে গেলে আপনার বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হবে না। তবে ভাষা ও টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। ট্রান্সক্রিপশনের (Transcription) কাজগুলো তিন ভাগে বিভক্ত করা হয়েছে; ১। চিকিৎসা ২। আইনি ৩। সাধারণ প্রতিলিপি চিকিৎসা ও আইন বিষয়ে প্রতিলিপি করতে আপনার অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে। তবে সাধারণ ট্রান্সক্রিপশনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এখানে আমরা সাধারণ ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করবো। ট্রান্সক্রিপশন (Transcription) কি? ট্রান্সক্রিপশন (প্রতিলিপি) হলো অডিও বা ভিডিও ফাইল থেকে লিখিত নথিতে রূপান্তরের একটি পদ্ধতি। বিশ্বের অধিকাংশ সময় বিভিন্ন কোম্পানি তাদের বড় অডিও ফাইলের প্রতিলিপি তৈরি করতে ট্রান্সক্রিপশনবিদ নিয়োগ করে। এতে তাদের অনেক অর্থ ও সময়ের সাশ্রয় হয়। ট্রান্সক্রিপশনবিদ হতে যে দক্ষতা প্রয়োজন: একজন ট্রান্সক্রিপশনবিদ হতে গেলে আপনার অবশ্যই ভাষা ও টাইপিং বিষয়ে দক্ষতা থাকতে হবে। অনলাইনে যে কোম্প...